First Labels with Count

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। এ বছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় খুশি শিক্ষার্থীরা। তবে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আতঙ্ক রয়েছে কারো কারো মনে। যদিও এ নিয়ে বিভ্রান্তি ছড়ালে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাত পোহালেই পরীক্ষা। হাতে আর সময় নেই একদম। তাই পড়ার টেবিলে ব্যস্ত বিএফ শাহীন কলেজের এসএসসি পরীক্ষার্থী জারিফ মুহতাসীম।

প্রস্তুতি আগেই শেষ, এখন শুধুই পুরোনো পড়াগুলো ঝালিয়ে নেয়া। রাজনৈতিক অস্থিরতা না থাকায়, পরীক্ষা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত শিক্ষার্থীরা। তবে রয়েছে প্রশ্নফাঁসের দুশ্চিন্তা।

এ নিয়ে চিন্তায় অভিভাবকরাও। সাথে ফলাফল নিয়ে দুর্ভাবনা তো আছেই। তবে প্রশ্নফাঁস নিয়ে বিভ্রান্তিতে কান না দিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ শিক্ষকদের।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, প্রশ্নফাঁস রোধে এবার সব ধরণের ব্যবস্থা নিয়েছেন তারা।

আর র‍্যাব বলছে, ইতিমধ্যে সাইবার মনিটরিং শুরু করেছে তারা। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নজরদারি থাকবে সাইবার ওয়ার্ল্ডে।

২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Ads: